রংপুরে কোল্ডস্টোরেজে ভোক্তা অধকিারের অভিযানে ২ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে।
রোববার জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধদিপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন শাপলা কোল্ডস্টোরেজ যথাযথ ক্রয়-বিক্রয় রশিদ প্রদান না করে আলুর বাজার অস্থিতিশীল করা ও সরকারী লাইসন্সে ব্যতিরেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় নেহাল ট্রর্ডাস ও রবিয়া বানিজ্যালয়কে ৩০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরচিালক আফসানা পারভীন ও বোরহান উদ্দনি। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরির্দশক শাহজালাল ইসলাম ও মিঠাপুকুর থানা পুলিশ।